মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ কোচিং কোর্স। আধুনিক ক্রিকেট কোচিংয়ে দক্ষতা বাড়াতে আয়োজন করা এই কর্মশালায় অংশ নিয়েছেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস ও মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া বর্তমানে কোচিংয়ে যুক্ত থাকা হান্নান সরকার ও রাজিন সালেহও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, সাবেক ক্রিকেটারদের বিশেষায়িত কোচ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার মতে, জাতীয় দলসহ বিভিন্ন বয়সভিত্তিক ও ইমার্জিং দলে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে বিশেষজ্ঞ কোচ তৈরি করা এখন সময়ের দাবি।
বুলবুল বলেন, শুরুটা ব্যাটিং কোচ দিয়ে করা হচ্ছে। এ জন্যই অভিজ্ঞ সাবেক ক্রিকেটারদের বেছে নেওয়া হয়েছে। তিনি মনে করেন, যারা দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এবং পরে উচ্চমানের কোচিং শিক্ষা নেবেন, তারা এক অনন্য সমন্বয়ে কার্যকর কোচ হিসেবে গড়ে উঠতে পারবেন।
এই কোর্সে অংশ নেওয়া সাবেক ক্রিকেটারদের মধ্য থেকে আশরাফুল ও মাহমুদউল্লাহকে ব্যাটিং কোচ হিসেবে দেখতে চান বুলবুল। তার মতে, খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা ও সমস্যার সমাধান করার দক্ষতা ভবিষ্যতে তাদেরকে আরও ভালো কোচ হিসেবে প্রতিষ্ঠিত করবে।