আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এরই মধ্যে আলোচনায় এসেছে সম্ভাব্য প্রার্থীদের অংশগ্রহণ এবং নির্বাচন ঘিরে নানা গুঞ্জন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। ফলে এ বছরের নির্বাচনকে ঘিরে ক্রিকেট অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সরকার নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা দেবে। তিনি বলেন, বিসিবি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, তাই নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদেরই। তবে সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা থাকবে।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ নির্বাচিত হন তিনটি ক্যাটাগরির মাধ্যমে। ক্যাটাগরি-১ এ ঢাকাভিত্তিক ক্লাবগুলোর ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন ১২ জন পরিচালক। ক্যাটাগরি-২ এ দেশের ৮ বিভাগ ও ৬৪ জেলার প্রতিনিধি মিলে ১০ জন পরিচালক নির্বাচন করেন। ক্যাটাগরি-৩ এ একজন পরিচালক নির্বাচিত হন অন্যান্য প্রতিনিধি কোটায়। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত করে ২ জন পরিচালক। পরবর্তীতে নির্বাচিত পরিচালকরা ভোটের মাধ্যমে বোর্ড সভাপতি নির্বাচন করেন।
সবকিছু মিলিয়ে আসন্ন বিসিবি নির্বাচনকে ঘিরে ক্রিকেট অঙ্গনে বেশ সাড়া পড়ে গেছে। এবার তামিম ইকবাল ও বুলবুলের অংশগ্রহণ নির্বাচনে ভিন্ন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।