ডারউইনে পাকিস্তান শাহিনসের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ৭৯ রানের বড় পরাজয় বরণ করেছে বাংলাদেশ ‘এ’ দল। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান ৪ উইকেটে তোলে ২২৭ রান, জবাবে ১৬.৫ ওভারে ১৪৮ রানে অলআউট হয় টাইগাররা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা করে পাকিস্তান। ওপেনার খাজা নাফি ও ইয়াসির খানের ব্যাটে মাত্র ১১.৫ ওভারে আসে ১১৮ রানের উদ্বোধনী জুটি। ৩১ বলে ৬১ রান করে নাফি রানআউট হন, তবে ইয়াসির খেলেন ৪০ বলে ৬২ রানের ইনিংস। তিনে নেমে আব্দুল সামাদ ২৭ বলে অপরাজিত ৫০ রান যোগ করেন। এছাড়া ইরফান খান ১২ বলে ২৫ রান করেন। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ একমাত্র সাফল্য পান, ৩৪ রানে নেন ১ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই নাঈম শেখ (৫) আউট হলেও সাইফ হাসান ও জিশান আলম ঝোড়ো ব্যাটিংয়ে দলের আশা জাগান। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৮৬ রান। জিশান ১৭ বলে ৩৩ রান করে ফেরেন, আর সাইফ ৩২ বলে ৫৭ রানের দারুণ ইনিংস খেলেন। তবে তাদের বিদায়ের পর ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কনসহ কেউই উল্লেখযোগ্য রান করতে না পারায় দল দেড়শর আগেই গুটিয়ে যায়।
এই হারের ফলে সিরিজে চাপে পড়েছে বাংলাদেশ ‘এ’ দল, যেখানে শক্তিশালী পাকিস্তান শাহিনস তাদের ব্যাটিং শক্তির প্রমাণ রেখেছে।