জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তালহা জুবায়ের। বারবার ইনজুরির ধাক্কায় ছিটকে পড়তে হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তবে ব্যাট-বলের সাথে তার সম্পর্ক শেষ হয়ে যায়নি। ক্রিকেটের প্রতি ভালোবাসাই তালহাকে এনে দিয়েছে নতুন পরিচয়— কোচ তালহা জুবায়ের।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে বেশ পরিচিত মুখ তিনি। অনূর্ধ্ব-১৯ দল, নারী জাতীয় দল, ‘এ’ দল এবং বাংলাদেশ টাইগার্স— দেশের ক্রিকেট কাঠামোর প্রায় সব পর্যায়েই কাজ করেছেন তালহা। বিপিএল, ডিপিএলসহ দেশের শীর্ষ পর্যায়ের লিগগুলোতেও নিয়মিত দেখা যায় তাকে।
এবার তালহার সামনে খুলে যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চের দরজা। কোচিং ক্যারিয়ারে আরও এক ধাপ এগিয়ে যেতে তিনি যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তিনি উড়াল দেবেন পার্থে। সেখানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের (WACA) হয়ে কাজ করবেন প্রায় এক মাস।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ইতোমধ্যেই অনুমতি পেয়েছেন তালহা। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন শুরু থেকেই।
অস্ট্রেলিয়া সফর নিয়ে তালহা জুবায়ের বলেন, “ভিন্ন পরিবেশে কাজ করার সুযোগ পাওয়া যেকোনো কোচের জন্যই গুরুত্বপূর্ণ। আশা করছি, নতুন কিছু শিখে দেশে ফিরে সেটার প্রয়োগ করতে পারব। বিসিবি আমাকে সম্পূর্ণ সহায়তা করছে। এটা আমার কোচিং ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ এক ধাপ হতে যাচ্ছে।”
অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতি ও আধুনিক কোচিং পদ্ধতির সঙ্গে তালহার এই সংযোগ ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের জন্যও ইতিবাচক ফল বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।