সদ্যসমাপ্ত পাকিস্তান সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টি-টোয়েন্টি বোলারদের আইসিসি র্যাংকিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম দুই ম্যাচে বল হাতে দারুণ সাফল্য এনে দিয়েছিলেন তিনি। সেই সুবাদে তিনি এক লাফে ১৭ ধাপ এগিয়ে পৌঁছে গিয়েছিলেন সেরা দশে।
তবে শেষ ম্যাচে বিশ্রামের কারণে আবারও শীর্ষ দশ থেকে ছিটকে গেলেন এই বাঁহাতি পেসার। আইসিসির সর্বশেষ র্যাংকিং অনুযায়ী, তিনি এখন রয়েছেন ১২ নম্বরে। তাঁর বর্তমান রেটিং পয়েন্ট ৬৪৬।
শুধু মুস্তাফিজ নয়, বোলারদের তালিকায় আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের র্যাংকিংয়েও দেখা দিয়েছে পতন। এক ধাপ পিছিয়ে শেখ মেহেদী হাসান এখন ১৭ নম্বরে। তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবও নেমে গেছেন যথাক্রমে ২৮ এবং ৩৮ নম্বরে।
অন্যদিকে ব্যাটারদের র্যাংকিংয়েও আছে মিশ্র চিত্র। তাওহিদ হৃদয় বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন। ৫৪৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন ব্যাটারদের মধ্যে ৩৯ নম্বরে। তবে ওপেনার তানজিদ হাসান তামিম শেষ ম্যাচে ব্যর্থ হওয়ায় ৫ ধাপ পিছিয়ে গেছেন এবং বর্তমানে অবস্থান করছেন ৪২ নম্বরে।
বাংলাদেশ দলের সাম্প্রতিক র্যাংকিং পরিবর্তনগুলো দেখাচ্ছে, ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে না পারলে আন্তর্জাতিক মানের রেটিং তালিকায় টিকে থাকা বেশ চ্যালেঞ্জিং।