যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে শতাধিক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় দিনযাপন করছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রায় দেড় মাস ধরে তারা এ দুর্ভোগে রয়েছেন। সর্বাংহুদা গ্রামে নৌকা ছাড়া চলাচলের সুযোগ নেই, এমনকি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ও পানিতে তলিয়ে গেছে। সর্বাংহুদা, রঘুনাথপুর, ঘিবা, ধান্যখোলা ও বোয়ালিয়া গ্রামের শত শত পরিবার এ পরিস্থিতিতে ঘরবন্দি হয়ে পড়েছে।
সর্বাংহুদা গ্রামের জিয়াউর রহমান জানান, ভারী বর্ষা ও সীমান্তের ওপার থেকে আসা পানির কারণে এ বন্যা দেখা দিয়েছে। কিন্তু এখনো সরকারি সহায়তা তাদের কাছে পৌঁছায়নি বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান বলেন, প্রতিবছর উজানের ঢলের কারণে এ অঞ্চলের মানুষ দুর্ভোগে পড়ে। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ১৬ টন চাল বরাদ্দ করা হয়েছে এবং বিভিন্ন ইউনিয়নে তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর জন্য শুকনো খাবারও সরবরাহ করা হয়েছে।