মাতৃত্বের আনন্দ আর পেশাগত জীবনের চ্যালেঞ্জ—দুটোকেই একসঙ্গে সামলানোর দৃষ্টান্ত স্থাপন করলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রূপসা চ্যাটার্জি। মাত্র সাড়ে তিন মাস বয়সী ছেলেকে কোলে নিয়েই আবারও শুটিং ফ্লোরে ফিরেছেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেকে কোলে নিয়ে একটি ছবি শেয়ার করে রূপসা জানান, তিনি নতুন একটি ওয়েব সিরিজের লুক টেস্টে অংশ নিয়েছেন এবং আগামীতেও এই কাজ চালিয়ে যাবেন সন্তানকে সঙ্গে নিয়েই।
রূপসা বলেন, ‘ছেলেটা এখন ব্রেস্টফিড করে, তাই ওকে ফেলে কোথাও যাওয়া সম্ভব নয়। আমার মা আমার সঙ্গে থাকবেন, যখন দরকার হবে তখন ছেলেকে খাওয়াতে পারব। আর বাকি সময়টা নিশ্চিন্তে কাজ করতে পারব।’
তিনি আরও জানান, এখনো ছেলেটা সলিড ফুড শুরু করেনি, তাই শুটিংয়ে নিয়ে যাওয়াটাই বেশি নিরাপদ মনে করছেন তিনি। ‘ও এখন লোকজন দেখলে ভয় পায় না, আর খুব ক্ষুধা না লাগলে কান্নাকাটিও করে না। তাই ভাবলাম, ওকে নিয়েই কাজ শুরু করি। পাশাপাশি ওরও জানা উচিত ওর মা কী ধরনের কাজ করে।’
মাতৃত্বকালীন ছুটি শেষে অনেক নারী যখন কর্মক্ষেত্রে ফিরতে দ্বিধায় থাকেন, তখন রূপসার এই পদক্ষেপ অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য বজায় রেখে কীভাবে এগিয়ে যাওয়া যায়, তার এক বাস্তব উদাহরণ রূপসা চ্যাটার্জির এই ফিরে আসা।