কবরস্থানে কী করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!

0
25

রাতের আঁধারে কবরস্থানে গা ছমছম অবস্থা। সেখানেই কিনা দাঁড়িয়ে আছেন টলিউডের তারকা জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। কাচুমাচু অবস্থায় চেহারায় ভয়ের ছাপ দুজনেরই। 

আচমকাই কেন কবরস্থানে তারা? সেই প্রশ্নই নেটিজেনদের কণ্ঠে। আসলে নতুন সিনেমার পোস্টারে এমনভাবেই ধরা দিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

এবার আর রোম্যান্টিক কিংবা কৌতুকরস মাখা গল্প নয়, বরং আদ্যোপান্ত ভূতুড়ে ছবি নিয়ে আসছেন তারকাজুটি। নেপথ্যে পরিচালক রাজা চন্দ।

অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত এই ভূতুড়ে সিনেমার নাম ‘চন্দ্রবিন্দু’। নামেই আভাস মিলেছে যে, এই সিনেমা পরপারের কথা বলবে।

ছবির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা- ‘জীবন-মরণের মাঝে রয়েছে এক অজানা জগৎ, তার সন্ধান কি দিতে পারবে চন্দ্রবিন্দু?’

পোস্টার দেখেই অনুমান করা যায়, গা ছমছমে ভূতুড়ে সিনেমা নিয়েই হাজির হতে চলেছেন টলিউডের জনপ্রিয় এই জুটি।

আগামী ২৩ মে মুক্তি পাবে রাজা চন্দ পরিচালিত ‘চন্দ্রবিন্দু’। অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, তুলিকা বসু এবং শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো দক্ষ অভিনেতারা। প্রযোজনায় এসকে মুভিজ।

অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা প্রযোজিত এই ছবিতে উপরি পাওনা হিসেবে থাকছে অনুপম রায়ের গান। ইতোমধ্যেই ছবির অগ্রীম বুকিং শুরু হয়ে গেছে।

বাংলা সিনেমার পর্দায় জমজমাট ভূতুড়ে গল্প খুব কমই দেখা যায়। বরং গোয়েন্দাদের অনেক বেশি ভিড়। ওটিটি প্ল্যাটফর্ম যদিও ব্যতিক্রম এক্ষেত্রে। পরমব্রত চট্টোপাধ্যায় খোদ ভূতুড়ে ওয়েব সিরিজ দিয়ে পরিচালক হিসেবে শিকে ছিড়েছেন। তার পরিচালিত ‘পর্ণশবরীর শাপ’ এবং ‘নিকষ ছায়া’ দুটোই হিট। ‘ভোগ’ আসতে চলেছে।

এমন আবহে রাজা চন্দ পরিচালিত তথা অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘চন্দ্রবিন্দু’ দর্শকদের কতটা ভয় দেখায়? নজর থাকবে সেদিকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here