‘স্বামীকে লুকিয়ে কখনো কিছু করি না’

0
27

ধারাবাহিক নাটক হোক বা সিনেমা বিভিন্ন ধরনের চরিত্রে বরাবরই দর্শকের মন জয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী অঞ্জনা বসু। এবার একেবারে অন্যরূপে দেখা যাবে তাকে। তার অভিনীত ইন্দ্রাণী গাঙ্গুলীর চরিত্রটি একদিকে যেমন কঠোর অনুশাসনে বিশ্বাসী, তেমনই ভালোবাসার মানুষদের জন্য প্রাণ দিতেও রাজি। 

অভিনয়ের বিষয়ে অঞ্জনা বলেন, ‘খুবই পাওয়ারফুল একটা চরিত্র আমার ‘কুসুম’-এ। তবে একেবারেই নেগেটিভ নয়। সংসার, ব্যবসা সব একসঙ্গে সামলাচ্ছে ইন্দ্রাণী। শুধু তাই নয়, স্বামীকেও যথেষ্ট সম্মান করে।’

‘তার কাঁধে সংসারের সমস্ত দায়িত্ব থাকলেও, প্রতিটা কাজ করার আগে স্বামীর সঙ্গে আলোচনা করে। মতামতও নেয়। এমন নয় যে ক্ষমতা আছে বলে ধরাকে সরা জ্ঞান করবে। যাকে ক্ষমতার অপব্যবহার বলে। প্রতিটি মানুষকেই সম্মান করে ইন্দ্রাণী।’

পর্দায় বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেও বাস্তবে কখনো সেই চরিত্রের সঙ্গে মিল পাওয়া যায় জীবনের। ‘কুসুম’-এর ইন্দ্রাণীর মধ্যে কি নিজেকে খুঁজে পান অঞ্জনা বসু? অভিনেত্রীর ভাষ্যে, ‘সত্যি বলতে আমারও ব্যক্তিগত জীবন খানিক এমনই। নিজের ভাবনায়, নিজের মতো করে অনেক কিছুই করি।’

তিনি বলেন, ‘তবে কখনও স্বামীকে লুকিয়ে কিছু করি না। আমার সঙ্গে তাই চরিত্রটার খুব মিল রয়েছে। বাড়ির হাউজও হেল্প হোক বা কাছের মানুষ, যার যতটা সম্মান প্রাপ্য সেটা সম্পূর্ণ ভাবে দিই। এই ধারাবাহিকের ক্ষেত্রে গল্পের প্লট, আমার চরিত্র আর জি-এর সঙ্গে কাজের সুযোগ সব মিলিয়েই আগ্রহ জেগেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here