মাকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন পরমব্রত

0
26

প্রত্যেক সন্তানের জীবনেই মা একটা বড় অংশ জুড়ে থাকে। তার ব্যতিক্রম নন ওপার বাংলার অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। এগারো বছর আগে মাকে হারিয়েছিলেন তিনি। তাই তো ক্যালেন্ডারের পাতায় ২৯ এপ্রিল মানেই পরিচালক-অভিনেতার একা হয়ে যাওয়ার দিন।

সবকিছুর মাঝেও মাতৃহারা হওয়ার যন্ত্রণা মনে পড়ে তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে নিয়ে তাই আবেগঘন পোস্ট দিয়েছেন পরমব্রত।

মা সুনেত্রার সঙ্গে পুরোনো একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘দেখতে দেখতে এগারো বছর পেরিয়ে এলাম মা, তোমায় ছাড়াই। কিন্তু তুমিও জানতে তোমায় ছাড়া আমি কতখানি অচল, অসম্পূর্ণ। আজ আবার সেই দিন, আমার একা হয়ে যাওয়ার দিন৷ যেখানেই থাকো, ভালো থেকো মা।’

বর্তমানে বাংলা এবং হিন্দি ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন পরমব্রত। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও তিনি যে বেশ ভালো সেটার প্রমাণ রেখেছেন তার পরিচালিত দুই ভৌতিক সিরিজে। সামনেই মুক্তি পাবে তার পরিচালিত ভোগ ওয়েব সিরিজ। যেখানে দেখা গেছে অনির্বাণ ভট্টাচার্য এবং পার্ণো মিত্রকে।

টিজারে ইতোমধ্যেই কৌতূহলের পারদ চড়িয়েছেন পরমব্রত। এছাড়াও ৩০ মে কোয়াল মল্লিকের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় নিয়ে আসছেন ‘সোনার কেল্লায় যকের ধন’।

কাজের মাঝেই অন্তঃসত্ত্বা স্ত্রী পিয়া চক্রবর্তীর খেয়াল রাখছেন। আগামী জুন মাসেই দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। আর সেই প্রেক্ষিতেই মে মাস থেকে পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন পরমব্রত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here