‘আমরা দু’জনেই সাপ ভালোবাসি’

0
26

ভারতীয় পরিচালক সৃজিত মুখোর্জীকে নিয়ে দর্শকের মনে কৌতূহলের শেষ নেই। তার পরিচালিত ছবি নিয়ে যেমন আলোচনা হয় তেমনই আবার পরিচালকের ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকের মনে নানা প্রশ্ন রয়েছে। 

সৃজিতের সঙ্গে তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন। সৃজিত বা মিথিলা কেউ অবশ্য এই নিয়ে মুখ খুলেনি। এমন পরিস্থিতিতে সৃজিতের সঙ্গে অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরের একটি ভিডিও পরিচালকের দাম্পত্য আর প্রেম নিয়ে জল্পনা উস্কে দিয়েছে।

সম্প্রতি একটি ফিল্মি পার্টিতে ফ্রেমবন্দি হন দু’জনে। তারপর থেকেই আলোচনা-সমালোচনা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমকে এ বিষয়ে সৃজিত বললেন, ‘প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুবই ভালো বন্ধু। ও অসম্ভব শিক্ষিত। আমরা দু’জনেই সাপ ভালোবাসি। সে একটা পেট শপে আগে কাজও করেছে।’

পরিচালক কি তবে ছবিতে নির্দিষ্ট কোনও চরিত্রে অভিনেত্রীকে ভাবছেন? এই প্রশ্নের উত্তরে সৃজিত জানালেন অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তাদের। তবে এখনও আলেকজান্দ্রার জন্য কোনও চরিত্র ভাবেননি।

প্রসঙ্গত, হঠাও নেটিজেনদের মাঝে গুঞ্জন উঠেছিল সৃজিত এবং মিথিলার বিবাহবিচ্ছেদ হয়েছে। তারা আর একসঙ্গে থাকেন না। যদিও সে কথা প্রকাশ্যে দু’জনের কেউই স্বীকার করেননি। উল্টে পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here