জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম ২৮ জুন থেকে শুরু হচ্ছে। শনিবার থেকে প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন।
বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘ এক যুগ পর গত ৩১ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।
উত্তীর্ণদের মধ্যে প্রায় ৩৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন ৫০ শতাংশের বেশি নম্বর। বাকি ৬৬ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের নিচে নম্বর অর্জন করেছেন।
চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী ২৮ জুন থেকে ভর্তি ফরম সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজে যোগাযোগের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে উপস্থিত হয়ে ভর্তির কাজ শেষ করার আহ্বান জানিয়েছে।