জুলাই যোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ

0
62
gazi

গাজীপুরের শ্রীপুরে ‘জুলাই যোদ্ধা’ তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন বঞ্চিতরা।
রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় এ কর্মসূচি চলে। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রকাশিত জুলাই যোদ্ধাদের তালিকায় প্রকৃত আন্দোলনকারীদের অনেকের নাম নেই। বরং অনেকে যারা আন্দোলনে অংশ নেননি বা আহত হননি, তাদের নাম তালিকায় যুক্ত করা হয়েছে। শ্রীপুরের নিলয় মৃধা বলেন, “৪২ জনের বর্তমান তালিকা যাচাই করে ভুয়া নাম বাদ দিয়ে প্রকৃত জুলাই যোদ্ধাদের অন্তর্ভুক্ত করতে হবে।”

ঘটনাস্থলে শ্রীপুর থানা পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন। পরে তাদের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন এবং মহাসড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here