চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বজ্রপাতে আলিফ (১৩) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর গ্রামে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
আলিফ হাশিমপুর প্রধান বাড়ির বাসিন্দা কবির প্রধান ও আয়েশা বেগমের ছেলে। সে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির প্রায় ২০০ গজ দূরে একটি জমিতে মাছ ধরতে জাল পাততে গিয়েছিল আলিফ। এসময় হঠাৎ ঝড় শুরু হলে বজ্রপাতের শিকার হয়ে সে জমিতে পড়ে যায়। পরে তার নানি আরোফা বেগম ও প্রতিবেশী আনিসা বেগম তাকে কাদাপানির মধ্যে অচেতন অবস্থায় দেখতে পান এবং দ্রুত ছুটে যান।
চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে স্বজনরা জানান, ততক্ষণে সে মারা গেছে।
এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারটির পাশে আমরা আছি। সবাইকে বজ্রপাতের সময় খোলা জায়গায় যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি।”
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি বজ্রপাতজনিত মৃত্যু বলেই নিশ্চিত হওয়া গেছে।”