দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর এবার স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারাদেশেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে হঠাৎ করেই মেঘ জমে বৃষ্টি নামতে পারে, সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকাসহ দেশের উত্তর, উত্তর-পূর্ব, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেশিরভাগ স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে অতি ভারী বর্ষণের শঙ্কা রয়েছে, যা নদী ও খাল-বিলে পানি বাড়িয়ে দিতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকির কথাও বিশেষভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।
রাজধানী ঢাকায় গত কয়েকদিনের প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। আজ থেকে শুরু হওয়া বৃষ্টিপাত জনসাধারণকে কিছুটা স্বস্তি দিলেও জলাবদ্ধতার কারণে ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যেই সড়কপথে যানজটের চিত্র প্রকট হতে শুরু করেছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই প্রবল বর্ষণ মূলত মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থার ফল। আগামী কয়েকদিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে কৃষি খাতের জন্য এটি আশীর্বাদ হলেও শহুরে জীবনযাত্রায় কিছুটা বিঘ্ন ঘটতে পারে।