বজ্রপাতজনিত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঊর্ধ্বমুখী প্রবণতা মোকাবিলায় বাংলাদেশে প্রথমবারের মতো উদযাপিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস’। আগামী শনিবার, ২৮ জুন, রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত হবে দিনব্যাপী কর্মসূচি।
এই আয়োজনের নেতৃত্বে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রটেকশন ও হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস (ECHO) অর্থায়নে পরিচালিত ‘সুফল-২’ প্রকল্প এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আয়োজকরা জানিয়েছেন, দিবসটি উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক র্যালি, বজ্রপাত প্রতিরোধে ব্যবহৃত নিরাপত্তা সরঞ্জামের প্রদর্শনী, তথ্যসমৃদ্ধ পোস্টার ও স্লোগান প্রকাশ এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান।
আলোচনা পর্বে বজ্রপাত বিষয়ক সতর্কবার্তা, প্রচলিত ভুল ধারণা এবং করণীয় নিয়ে মতামত তুলে ধরবেন—মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে. এম. আব্দুল ওয়াদুদ, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, সিপিপি পরিচালক আহমাদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উর্মী আহসান এবং RIMES-এর আবহাওয়া বিশেষজ্ঞ খান মো. গোলাম রাব্বানী।
বাংলাদেশে প্রতিবছর বজ্রপাতের কারণে অনেক প্রাণহানি ঘটে। বিশেষ করে খোলা মাঠে কৃষিকাজ, মাছ ধরা বা ভ্রমণের সময় বজ্রপাতের শিকার হয়ে হতাহত হন অনেক মানুষ।
এই প্রেক্ষাপটে দিবসটি উদযাপনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি হ্রাসে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।