তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ৫ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। হঠাৎ কম্পন অনুভূত হলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে এই ভূমিকম্পটি ঘটে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মারমারা সাগর এলাকা, যা শহরের দক্ষিণপূর্বাংশে অবস্থিত। এটি একটি বড় ফল্টলাইনের নিকটবর্তী অঞ্চল, যা ইস্তাম্বুলের প্রায় ১ কোটি ৬০ লাখ বাসিন্দার জন্য সম্ভাব্য ঝুঁকি হিসেবে বিবেচিত।
এর আগে গত রোববার কুথায়া প্রদেশের সিমাভ অঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। মাটির প্রায় আট কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল ছিল। সেই কম্পনের পরপরই আরও একটি ৪ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে ওই দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূতাত্ত্বিক গঠনের কারণে তুরস্ক ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটি একাধিক প্রধান ফল্টলাইনের উপর অবস্থান করছে। ২০২৩ সালের শুরুর দিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৫৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। একই ঘটনায় প্রতিবেশী সিরিয়ায় প্রাণহানি ঘটে ছয় হাজারেরও বেশি মানুষের।